পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের অধিবেশন নানা নাটকীয়তায় বন্ধ হয়েছে কয়েক দফা। এর ভেতরেই মাঝরাতে পদত্যাগ করেছেন পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার।
পাকিস্তানি গণমাধ্যম ডনের এক খবরে জানা যায়, প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারবেন না জানিয়ে পদত্যাগ করেছেন স্পিকার আসাদ কায়সার।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হলেও নানান নাটকীয়তায় তা কয়েক দফা মুলতবি করা হয়।
পদত্যাগের ঘোষণা দেয়ার আগে স্পিকার কায়সার বলেন, তিনি মন্ত্রিসভার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। বিরোধীদলীয় নেতা এবং পাকিস্তানের প্রধান বিচারপতিকে সেই নথিগুলো দেখার জন্য আমন্ত্রণও জানান তিনি।
এরপর পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমাদের আইন এবং দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার স্বার্থে আমি স্পিকারের পদে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/