পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এমনটাই দাবি করেছে রয়টার্স। অনাস্থা ভোট নিয়ে অচলাবস্থার মধ্যেই শনিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
দুটি সূত্র থেকে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। অনাস্থা ভোটের আগে পার্লামেন্ট হঠাৎ মুলতবি হওয়ার কয়েক ঘণ্টা পর এই বৈঠক হয়। তবে প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধানের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন চতুর্থবারের মতো মুলতবি করা হয়। এশার নামাজ শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ অধিবেশন শুরুর কথা ছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/