রাজশাহীতে তুচ্ছ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকালে নগরীর রাজারহাতা এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় হ্যাপি নামে এক জনকে আটক করেছে পুলিশ।
নিহত নিজামুল ইসলাম খান অথেল (৬০) মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের ছেলে।
নিজামুলের পরিবারের সদস্য জানান, শনিবার বিকালে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। সেখানে হ্যাপির ছেলেও খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই দুই শিশুর মধ্যে মারামারির ঘটনা ঘটে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রোববার বিকালে বাড়ির সামনে হ্যাপির সঙ্গে অথেলের দেখা হলে বিষয়টি জানতে চান অথেল। এর কারণে হ্যাপি বেধড়ক পেটালে গুরুতর অসুস্থ হন অথেল। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হ্যাপিকে আটক করেছে, আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/