নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।এসময় তাদের সাথের গাড়িতে থাকা দু’টি প্লাস্টিকের ড্রাম থেকে ৯টি প্যাকেটে থাকা ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
রোববার সন্ধ্যায় সোনাইমুড়ী পৌরসভার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কলাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ বাজারের পুর্ব পাশের চারুয়া গ্রামের নুরুল হকের ছেলে নজরুল ইসলাম (৩৪), একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে আব্বাস উদ্দিন (৫৫) এবং আবদুল মুনাফের ছেলে জাকির হোসেন (৪০)।
সোমবার সকালে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানা যায়, কুমিল্লা থেকে গাড়ি যোগে মাদকের একটি বড় চালান নোয়াখালীতে আসছে এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় পুলিশ।
সন্ধ্যায় সেই গাড়িটি জেলার সোনাইমুড়ী পৌরসভার কলাবাগান এলাকায় পৌঁছলে পুলিশ তা গতিরোধ করে। এসময় ওই পিকআপভ্যানে থাকা তিনজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/