পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ এই পাঁচ বছর বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদেরকে হামলা-মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছিলো। জাতীয় নেতা শাহ এমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করেছে। নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিলো। আওয়ামী লীগের অনেক জাতীয় নেতাদের পর্যন্ত চুরির মামলা দিয়েছিল। সে কথা আমরা ভুলে যায়নি।
বুধবার (১৩ এপ্রিল) শরীয়তপুরে জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেছেন, বিএনপি-জামায়াত ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে হত্যা করেছে। বারবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় এতিমদের টাকা মেরে খাওয়া বেগম খালেদা জিয়া আদালতে জামিন না পেয়েও বিশেষ ক্ষমতায় বাসায় থাকতে পারছে। বিএনপির মনে রাখতে হবে উদারতা মানে দুর্বলতা নয়। বিএনপি রাজপথে নেই, নির্বাচনে নেই, তারা রুমে বসে ষড়যন্ত্র করতে ব্যস্ত। এসব করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হয়। জনবিচ্ছিন্ন দল বিএনপি কোনো দিন আর ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ সরকারে আছে, রাজপথে আছে, নির্বাচনেও আছে।
এনামুল হক শামীম বলেন, বিএনপি গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল নয়। বিএনপি জন্ম হয়েছে বিভিন্ন দলের দলছুটদের নিয়ে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় গ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশয় দিয়ে তাদের নানা সুযোগ সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকার নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। তারা ক্ষমতায় থাকতে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলে দেশকে অস্থিতিশীল করে, আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করে। এই বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতা দানকারী। তারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। সকল ক্ষমতার উৎস ছিল তারেক রহমান ও তার প্রতিষ্ঠিত হাওয়া ভবন।
নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুন নাহার মায়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাস্টার শাহআলম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, সহ-প্রচার সম্পাদক এমরান রশিদ লিমন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফজলুর রহমান। এসময় দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/