প্রত্যন্ত অঞ্চল থেকে বিচারের জন্য সুপ্রিম কোর্টে আসা মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বুধবার (১৩ এপ্রিল) এক প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেন তিনি। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এই কর্মশালার আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, সুন্দরবন বা ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তো এক টুকরো জমি রক্ষার জন্য অসহায় মানুষ আসলো সুপ্রিম কোর্টে। অনেক ক্ষেত্রে আইনজীবীদের কাছে তেমন সহযোগিতা পান না তারা।
অনেক আইনজীবী খারাপ আচরণ করেন, টাকা-পয়সা চান। লিগ্যাল এইডকে তাদের পাশে দাঁড়াতে হবে।
ফের হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেন, আদালত অঙ্গনে কোনোরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।
কিছু কিছু অসাধু কর্মকর্তার কারণে সবার বদনাম হয়। অপরাধীদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নিতে কুণ্ঠিতবোধ করা হবে না বলেও জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/