কৃষ্ণ সাগরে অবস্থানরত রাশিয়ার নৌবহরের নেতৃত্বদানকারী জাহাজে বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা দপ্তর বলেছে, ‘অগ্নিকাণ্ডের কারণে মস্কোভা যুদ্ধজাহাজটির গোলাবারুদ বিস্ফোরিত হয়। জাহাজটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সে সম্পর্কে কিছুই জানায়নি ক্রেমলিন।
ইউক্রেনের এক কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, মস্কোভাতে দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
তবে যে কারণেই জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটুক না কেন তার শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব দুই দেশের বাহিনীর ওপরই পড়বে বলে জানিয়েছেন ইউক্রেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের কিয়েভ-এর গবেষণা ফেলো মাইকোলা বিলিয়েসকভ।
তিনি বলেছেন যে ঘটনাটি, ‘মনোবলকে সমর্থন করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ার। ...এটি ইউক্রেনের মনোবলের জন্য ব্যাপক উৎসাহব্যঞ্জক।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/