অবসরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়া। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার আইএসপিআর-এর পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সাল থেকে দেশটির সেনাপ্রধানের দায়িত্বে থাকা জেনারেল জাভেদ বাজওয়া মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন না। আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বাড়তি মেয়াদে দায়িত্ব পালন করবেন না। তিনি যথাসময়ে অবসর নেবেন। তার অবসর গ্রহণের তারিখ আগামী ২৯ নভেম্বর।
এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শপথগ্রহণ অনুষ্ঠানে সেনাপ্রধানের অনুপস্থিতি নিয়ে ইফতিখার বলেন, শরিফ যেদিন ক্ষমতা গ্রহণ করেন সেদিন জেনারেল বাজওয়া অসুস্থ ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে সেনাপ্রধানের অনুপস্থিতি দেশটিতে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/