ইন্ডিগোর ডিব্রুগড়-দিল্লি ফ্লাইটে একজন যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে যায়। যা নিয়ে উড়ন্ত বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক কেবিন ক্রুরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানের যাত্রী ও কেবিন ক্রুরা।
বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার কারণে কোনো যাত্রী বা কেবিন ক্রুর কোনো ক্ষতি হয়নি।
৬ই ২০৩৭ নম্বরের ফ্লাইটটি ডিব্রুগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। তখন একজন কেবিন ক্রু, এক যাত্রীর ফোনে আগুন এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর কেবিন ক্রু সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন।
বৃহস্পতিবার বেলা ১২:৪৫ টার দিকে বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে, তারা জানিয়েছে।
একটি বিবৃতিতে, ইন্ডিগো বলেছে, ডিব্রুগড় থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ৬ই ২০৩৭-এ একটি মোবাইল ডিভাইস থেকে ধোঁয়ার ঘটনা ঘটেছে। ক্রুদের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ ঘটনা মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া আছে।
তাই তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এতে বিমানের যাত্রী বা মালামালের কোনো ক্ষতি হয়নি।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/