কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝন্টু বর্মণ নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝন্টু বর্মণ পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার পৈলানপুর এলাকার খিরোদ বর্মণের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর গ্রামে কাজ করছিলেন ঝন্টু। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় ঝন্টু।
এলাকার লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/