বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া নিহত হয়েছে। সে রংপুরের পীরগাছা উপজেলার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলযোগে রংপুরে যাচ্ছিলেন ফিরোজ মিয়া। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/