ইউক্রেনের আত্মরক্ষায় দেশটিকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিলোদিমির জেলেনস্কির সঙ্গে শনিবার এক ফোনআলাপে এই প্রতিশ্রুতি দেন জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঠিক এমন সময়ে এ ঘোষণা দিলেন যখন রাশিয়া ভ্রমণে তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়েছে, জনসন মারিউপোলের পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী শহরটিতে ইউক্রেনীয় প্রতিরোধকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী জনসন রাশিয়ার ওপর জারি করা গত সপ্তাহ থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার বিষয়ে জেলেনস্কিকে অবহিত করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন, আগামী দিনে সাঁজোয়া যানসহ আত্মরক্ষার জন্য উপায় সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাজ্য।
শনিবার মানবিক করিডোরগুলোর মাধ্যমে ইউক্রেনের শহরগুলো থেকে ১ হাজার ৪৪৯ জন লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইউক্রেন বলেছে, রাশিয়া যে মাত্রায় গোলাবর্ষণ করছে, সেই তুলনায় মানুষের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সংখ্যা কম।
ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান, লাইসিচানস্ক শহরের কেন্দ্রস্থলে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে রাশিয়া।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/