নাশকতার অভিযোগে জেলা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। জেলা ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ফেরার পথে সোমবার (১৮ এপ্রিল) রাতে পঞ্চগড় শহরের মসজিদ পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক জুয়েল রানা (২৯), ছাত্রদল কর্মী রাশেদুল হক আকরাম (২৯), পারভেজ মোশাররফ (২৫), শাহিনুর রহমান শাহিন (২৫) ও আসাদুল ইসলাম (২০)।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পঞ্চগড় জেলা ছাত্রদলের দলীয় কার্যালয় থেকে সোমবার রাতে একটি মিছিল বের করে জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি পঞ্চগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ফেরার পথে পাঁচ জনকে আটক করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার ছড়ানোর অভিযোগ রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/