অবশেষে আজ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ৩৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদের মন্ত্রীরা। এই মন্ত্রীদের মধ্যে ৩০ জন রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, চারজন আছেন প্রতিমন্ত্রী এবং চার জন শাহবাজ শরীফের উপদেষ্টা।
তবে ইমরান খানের আমলে নিয়োগ পাওয়া প্রেসিডেন্ট আরিফ আলভি শাহবাজের মন্ত্রিসভাকে শপথ পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। তার জায়গায় সিনেট চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রীদের শপথ পড়াবেন বলে জানা গেছে।
পাকিস্তান পিপল পার্টি পিপিপি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না, আগে এমন ইঙ্গিত দিলেও শাহবাজের দলের এক নেতা জিও নিউজকে জানিয়েছেন, দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রীর পদে বসছেন। যদিও শাহবাজের দেওয়া মন্ত্রীদের তালিকায় পিপিপির পার্লামেন্ট সদস্যদের নাম থাকলেও বিলাওয়ালের নাম সেই তালিকায় নেই। তাই শপথের আগ পর্যন্ত বিলাওয়াল রহস্য হয়েই থাকছেন।
নতুন মন্ত্রীসভায় নিজেদের জন্য ১২টি পূর্ণাঙ্গ মন্ত্রীর পদ রেখেছেন শাহবাজ, পিপিকে দেওয়া হয়েছে ৯ টি। সূত্র: জিও নিউজ
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/