যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধজাহাজ বহনকারী রণতরি থেকে এক সপ্তাহের কম সময়ে তিন নাবিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, জাহাজটির নাম ইউএসএস জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, নৌবাহিনীর অপরাধ তদন্ত পরিষেবা এবং স্থানীয় কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে।
গত শুক্রবার জাহাজে প্রথম নাবিককে অচেতন অবস্থায় পাওয়া যায়। এছাড়া গত শনিবার এবং রবিবার আরও দুই নাবিকের মৃতদেহ পাওয়া যায় জাহাজের মূলে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্র রেন মোমসেন বলেছেন, মৃতদেহ পাওয়ার ঘটনা তদন্তাধীন থাকলেও ঘটনাগুলোর সঙ্গে পারস্পারিক মিল থাকার কোনো ইঙ্গিত নেই।
নৌবাহিনী প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানাতে পারেনি। তবে জাহাজে বিশেষ মনোরোগ বিশেষজ্ঞ ছিল যারা ট্রমাপূর্ণ ঘটনার পর নাবিকদের স্বল্প মেয়াদী মানসিক চিকিৎসা দিয়ে থাকে।
ইউএসএস জর্জ ওয়াশিংটন একটি পারমাণবিক শক্তিসম্পন্ন নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী। এটি ২০১৭ সাল থেকে নিউপোর্ট নিউজ, ভার্জিনিয়ায় রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/