আফগানিস্তানজুড়ে সিরিজ বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এর মধ্যে মাজার-ই-শরিফে শিয়া মসজিদে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
জঙ্গি গোষ্ঠী আইএস-কেপি এ হামলার দায় স্বীকার করেছে।
হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, মুসল্লিরা যখন নামাজের জন্য অপেক্ষা করছিল তখন দূর থেকে একটি রিমোর্ট কন্ট্রোল ব্যাগের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।
ওই হামলায় ৩১ জন নিহত আর কমপক্ষে ৮৭ জন আহত হয়েছে। কুন্দুজে পুলিশ স্টেশনের কাছে দ্বিতীয় বোমা বিস্ফোরণ হয়। এতে ৪ জন নিহত ও ১৮ জন আহত হয়।
নানগরহার প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন তালেবানের একটি গাড়িতে আঘাত করলে ৪ তালেবান সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছে।
এছাড়া রাজধানী কাবুলে মাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/