১৯৪৫ সালের বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করার পর জাপানের চারটি দ্বীপ দখল করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়া।
এই দ্বীপগুলোকে ‘দক্ষিণ কুরিলস’ নামে অভিহিত করে রাশিয়া।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলোতে থাকা ১৭ হাজার জাপানি নাগরিককে বের করে দেয় রাশিয়া। বর্তমানে এই দ্বীপগুলোতে ১৯ হাজার মানুষ বাস করেন। যারা বাইরে থেকে এসে বসতি স্থাপন করেছেন।
দ্বীপগুলো নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ছিল। এখনো দ্বন্দ্ব চলছে। জাপান দাবি করে আসছে দ্বীপগুলো জোর করে দখল করে রেখেছে রাশিয়া।
কিন্তু ২০০৩ সালের পর এই দ্বীপগুলো নিয়ে জাপান নমনীয় হয়ে যায়। তারা রাশিয়ার সঙ্গে আপোষ করার দিকে মনোযোগ দেয়।
আর এ কারণে ২০০৩ সালের পর রাশিয়াকে জাপান আর অবৈধ দখলদার বলে অভিহিত করেনি।
কিন্তু দীর্ঘ প্রায় ২০ বছর পর রাশিয়াকে ফের অবৈধ দখলকার হিসেবে অভিহিত করেছে জাপান।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর জাপান এর বিরুদ্ধে কথা বলছে। তারা এশিয়ার প্রথম দেশ হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।
এর ফলে রাশিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক খারাপ হয়ে গেছে। জাপান যখন রাশিয়ার বিরুদ্ধে কথা বলছিল তখন রাশিয়া জানায় জাপানের সঙ্গে এই দ্বীপগুলো নিয়ে আর কোনো শান্তি আলোচনা হবে না।
২০১৯ সালে দ্বীপগুলো নিয়ে থাকা দ্বন্দ্ব নিরসনে শান্তি আলোচনা শুরু করেছিল জাপান ও রাশিয়া।
আর রাশিয়া শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার পরই রাশিয়াকে অবৈধ দখলকার হিসেবে অভিহিত করল জাপান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/