মস্কো ইউক্রেনে সফল হলে অন্য দেশে আক্রমণ করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একজন রুশ জেনারেলের মন্তব্যের সূত্র ধরে বলেন এমন কথা বলেন জেলেনস্কি।
ওই রুশ জেনারেল বলেছেন যে, রাশিয়ার লক্ষ্য হলো সমগ্র দক্ষিণ ও পূর্ব ইউক্রেন দখল করে প্রতিবেশী মলদোভার একটি বিচ্ছিন্ন প্রদেশের সঙ্গে সংযুক্ত করা।
এ প্রেক্ষিতেই এক ভাষণে জেলেনস্কি বলেন, “এর থেকে প্রমাণিত হয় আমি ইতিমধ্যে একাধিকবার যা বলেছি তা সত্য যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি সূচনা মাত্র”।
তিনি বলেন, রাশিয়ার কেন্দ্রীয় সামরিক জেলার ডেপুটি কমান্ডার রুস্তম মিনেকায়েভের মন্তব্য প্রমাণ করে, রাশিয়া শুধু ইউক্রেন দখল করেই নিরস্ত হবে না।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনেকায়েভকে উদ্ধৃত করে বলেছে যে, মস্কো ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগের জন্য একটি স্থল করিডোর সৃষ্টি করতে ইউক্রেনের পুরো পূর্ব ডনবাস অঞ্চল দখল করতে চায় এবং দেশটির সমগ্র দক্ষিণ অঞ্চল থেকে সুদূর পশ্চিমে রাশিয়া-অধিকৃত মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল পর্যন্ত দখলে নিতে চায়। এর অর্থ হামলার পরিসীমা মোলদোভার সীমান্ত পর্যন্ত প্রসারিত করা।
সূত্র: ভয়েস অব আমেরিকা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/