শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা এলাকায় ট্রাক চাপায় ইজিবাইক আরোহী একজন নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম নূর উজ্জ্বল (৪০)। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত উজ্জল উপজেলার হাতিপাগার এলাকার মৃত আব্দুলের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে। এদিকে, নকলা উপজেলার ছত্রকোণা সেফাকুড়ি এলাকায় ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/