চট্টগ্রামের পতেঙ্গায় গাড়ি চাপায় মামুন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার রাত সোয়া আটটার দিকে পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকায় নেজাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক ( তদন্ত) সাদিকুর রহমান বলেন, বিমানবন্দর এলাকার নেজাম মার্কেটের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মামুন পড়ে যান। পরে এক পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক মামুনকে ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। এর কিছুক্ষণ পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামুনের স্বজনরা জানিয়েছেন, মামুন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি আনা নেয়ার কাজ করতেন। সন্ধ্যায় ইফতার করে বাসা থেকে বের হওয়ার পরই এ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/