রাশিয়ার সঙ্গে পশ্চিমা দুনিয়ার কূটনৈতিক টানাপড়েন ক্রমশ তীব্র হচ্ছে। বুচায় গণহত্যার প্রতিবাদে কয়েক সপ্তাহ আগে ৪০ জন রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে বহিষ্কার করেছিল জার্মানি।
বার্লিনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সোমবার ৪০ জন জার্মান কূটনীতিক এবং দূতাবাসকর্মীকে বহিষ্কার করেছে মস্কো।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের’ জবাবেই এই পদক্ষেপ করা হয়েছে। জার্মান কূটনীতিক বহিষ্কারের জেরে পশ্চিম ইউরোপের দেশগুলির সঙ্গে রাশিয়ায় সঙ্ঘাত আরও বাড়তে পারে বলে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবখ মঙ্গলবার ভ্লাদিমির পুতিন সরকারের ওই পদক্ষেপের নিন্দা করেন।
তিনি বলেন, ‘মস্কো যে এ ধরনের কোনও পদক্ষেপ করবে, তা আমাদের ধারণায় ছিল। তবে এই সিদ্ধান্ত কোনো ভাবেই সমর্থনযোগ্য নয়। রাশিয়া যে কূটনীতিকদের বহিষ্কার করেছে, তারা কোনও অপরাধ করেননি।’ সূত্র: আনন্দবাজার
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/