শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বৈরী আবহাওয়ায় কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিএ’র নদী বন্দর কর্মকর্তা মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঝড়ো হাওয়া ও আকাশ মেঘলা থাকায় রাত ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে লঞ্চ। যদিও রাত ১০টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কথা ছিলো। শুক্রবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৮৫টি লঞ্চ চলাচল করেছে। আবহাওয়ায় ভালো থাকলে আগামীকাল সকাল ৬টা থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/