ইউক্রেইনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্রের চালানে তারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইউক্রেইনের ওদেসা শহরের কাছে চালানো এ হামলায় একটি সামরিক বিমানক্ষেত্রের রানওয়েও ধ্বংস হয়েছে।
ওদেসার প্রধান বিমানবন্দরে নতুন করে তৈরি করা একটি রানওয়ে রাশিয়ার হামলায় অকেজো হয়ে গেছে, ইউক্রেইন এমন অভিযোগ করার পর রাশিয়া এসব দাবি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই বিমানক্ষেত্রে হামলা চালাতে তারা লক্ষ্যস্থলে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অনিক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
কিন্তু ওদেসা অঞ্চলের গভর্নর মাক্সিম মার্চেঙ্কো দাবি করেছেন, রাশিয়া ব্যাসন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আর সেগুলো ক্রাইমিয়া থেকে ছোড়া হয়েছে। তবে এসব দাবি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/