রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার নেতাদের একদমই সম্মান করেন না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সম্মান না থাকার কারণেই রাশিয়া সবসময় পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার নেব্রাস্কায় এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এসব কথা ট্রাম্প।
এ সময় তিনি দাবি করেন, আমেরিকা তার আমলে যতটা শক্তিশালী ও সম্মানিত ছিল, সম্ভবত আগে কখনও তা ছিল না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, এখন এমনকি অন্য দেশের নেতারা আমরিকার প্রেসিডেন্টকে কল ব্যাক করেন না। গত মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলতে অস্বীকার করেছিলেন। ট্রাম্প সম্ভবত সেদিকে ইঙ্গিত করেছেন।
ট্রাম্প বলেন, “আশপাশে কী হচ্ছে সে সম্পর্কে বাইডেনের কোনও ধারণা নেই।”
সম্প্রতি ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন যেখানে কেউ ছিল না। ট্রাম্প এ উক্তির মধ্যদিয়ে সম্ভবত সে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। সূত্র: স্পুটনিক নিউজ, বিজনেস-স্ট্যান্ডার্ড
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/