রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে অন্তত তিন হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল সোমবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব নিহত ব্যক্তিদের বেশির ভাগই রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন। এছাড়াও দেশটিতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক জায়গার তথ্য পাওয়া যায় নি।
অন্যদিকে, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৫৫ লাখেরও বেশি নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। তাদের বেশির ভাগই পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। সূত্র : রয়টার্স
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/