সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম শ্রাবন্তী (৪)। সে ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে কামারখন্দ- উল্লাপাড়া সড়কের শাহবাজপুরে দৌঁড়ে রাস্তা পার হবার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় গুরুতর আহত হয় শিশু শ্রাবন্তী।
এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা খারাপের দিকে গেলে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে সে মারা যায়।
এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, বিষয়টি এইমাত্র জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/