ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রোভেনস্কা জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৪ মে) ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর এক সহযোগীর বরাত দিয়ে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম স্ট্রনা ডেইলি এ তথ্য জানান।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, রাতে রোভেনস্কা জেলার সিটনয় গ্রামের কাছে কিয়েভ-ছোপ মহাসড়কে একটি মিনিভ্যান, যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় তিনটি গাড়ির সংঘর্ষে আগুন ধরে যায় এবং এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্তন গেরাশচেঙ্কো বলেন, দুর্ঘটনাকবলিত বাসে ৩৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১২ জন বেঁচে আছেন। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার জন্য মিনিভ্যানটি দায়ী। এর চালকও মারা গেছেন।
স্ট্রানা ডেইলি জানায়, ইউক্রেনে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/