জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়।
ঘোষণায় বলা হয়েছে, মস্কোর বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য অতিশয়োক্তি’ করার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী কিশিদাসহ পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশির ছাড়াও, এ তালিকায় আছেন অন্যান্য আরও জাপানি কর্মকর্তা, সাংবাদিক এবং অধ্যাপকও।
নিষেধাজ্ঞা কবলিত এই ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ইউক্রেইনে আগ্রাসনের ঘটনায় রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করেছিল জাপান। রাশিয়ার আটজন কূটনীতিককেও বহিষ্কার করেছিল টোকিও।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/