সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটি ফিচার বন্ধ করে দেবে বলে জানা গেছে। যার মধ্যে অন্যতম হলো ফেসবুক পডকাস্ট।
ফিচার বন্ধের ব্যাপারে ফেসবুক জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী মাসে পডকাস্ট ফিচারটি বন্ধ করে দেয়া হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, অডিও প্রযুক্তিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সে কারণেই পডকাস্ট ফিচারটি বন্ধ করা হচ্ছে। একইসাথে Soundbits এবং Audio Hubs-ও বন্ধ করা হচ্ছে।
ফেসবুকের এক মুখপাত্র বলেন, আমরা নিয়মিত প্রতিটি ফিচারের মধ্যে আপডেট আনার চেষ্টা করছি। উদ্দেশ্য একটাই। যাতে ব্যবহারকারীরা আরও ভালোভাবে সব ফিচার ব্যবহার করতে পারেন।
অপরদিকে মেটা জানিয়েছে, তারা বর্তমানে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে বেশি আগ্রহী। মূলত টিকটকের সঙ্গে পাল্লা দিতেই এই পরিকল্পনা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/