চট্টগ্রামের বন্দর থানার বারেক বিল্ডিং মোড় এলাকায় ১০নং সিটি বাসের ধাক্কায় আব্দুল গাফফার (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল গাফফার নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বারিক বিল্ডিং মোড় এলাকায় আবদুল গাফফার রাস্তা পারাপারের সময় ১০নং সিটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ দুর্ঘটনার পর পথচারীরা ঘাতক বাস ও বাসের চালককে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/