উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে। তবে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান। বুকে ব্যথা অনুভব করায় সমাজকল্যাণমন্ত্রীকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।
রমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৭ মে) রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন সময়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সমাজকল্যাণমন্ত্রী।
অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় রমেক হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিলো।
এখন উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে ঢাকায় আনা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/