ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মধুডাংগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় জহিরুল ইসলামের ৫ বছরের ছেলে রুমিন ইসলাম ও শফিকুল ইসলামের ৪ বছরের মেয়ে শোভা আক্তার। তারা দুজনে চাচাতো ভাই বোন।
এসব তথ্য নিশ্চিত করেছের হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।।
পরিবারের বরাতে ওসি জানান, বাড়ির পাশে পুকুর ধারে খেলছিল দুই ভাইবোন। এ সময় বোন পুকুরে পড়ে যায়। তাকে ডুবতে দেখে ৫ বছরের রুমিন তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও ডুবে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা পুকুরে নেমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/