নিয়ম রক্ষার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫২ রানের বিশাল পরাজয় বরণ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
সোমবার রাতে রোহিত শর্মার দলকে ১৬৬ রানের টার্গেট দেয় কলকাতা। জয়ের জন্য ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
১২ ম্যাচে এটি কলকাতার পঞ্চম জয়। এই জয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের দল। তিন আর চারে থাকা দুই দলই তাদের চেয়ে ২ জয় এগিয়ে। অর্থাৎ বাকি দুই ম্যাচে জিতলে প্লে-অফের আশা থাকবে কলকাতার।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইশান কিশান (৪৩ বলে ৫১) ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। রোহিত শর্মা করেন মাত্র ২। ১৭.৩ ওভারে ১১৩ রানেই থামে মুম্বাই। অন্যদিকে কলকাতার প্যাট কামিন্স ২২ রানে ৩টি আর আন্দ্রে রাসেল সমান রান খরচায় নেন দুটি উইকেট।
এর আগে জাসপ্রিত বুমরাহর ক্যারিয়ার সেরা বোলিংয়ের (৫/১০) পরও ভেঙ্কটেশ আয়ার এবং নিতিশ রানার ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি দাঁড় করায় কেকেআর।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/