রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন থেকে পালিয়ে আসা বেসামরিক লোকজনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়া পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো 'বিবেকবর্জিত' কাজ।
তিনি বলেন, এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন ক্যাম্পে ১২ লাখ ইক্রেনীয়কে জোর করে পাঠানো হয়েছে। তাদের এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত এপ্রিল থেকে বেসামরিক লোকদের নিরাপদ আশ্রয়ের নামে জোর করে রাশিয়ায় পাঠানো শুরু করেছে রুশ বাহিনী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/