একসঙ্গে ৮৫ জনকে জাতীয় ক্রীড়া পুরস্কার! আট বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হয়েছে বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুমতি দেওয়ার সময় প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন এই পুরস্কার ক্রীড়াঙ্গনে প্রতিবছরের কাজের স্বীকৃতি।
ক্রীড়া প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় ক্রীড়াপ্রতিমন্ত্রী এটা প্রতিবছরের পুরস্কার, প্রতিবছর দিতে হবে এই পুরস্কার। ’
আসলে গত আট বছরে পুরস্কারপ্রাপ্তদের অনেকে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন পরপারে। কৃতী খেলোয়াড় শামসুল বারী, খাজা রহমতউল্লাহ কিংবা সংগঠক আফজালুর রহমান সিনহার মতো ক্রীড়াঙ্গনের চেনা মুখগুলো পুরস্কার পাবেন বলে শুনে গেছেন। কিন্তু নিজের হাতে তুলে নেওয়ার তৃপ্তি নিয়ে যেতে পারেননি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/