বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট আবহাওয়ার বিরূপ প্রভাব এখনো রয়েছে বাংলাদেশে।
এজন্য দেশে বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। জানা গেছে, এ বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে।
ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরে দেয়া দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তুলে ফেলার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
বঙ্গোপসাগরে এখনো অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অশনির পর আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট উইন্ডিডটকমে দেখা যায়, আসছে ২০ মের দিকে সাগর ফের উত্তাল হতে পারে।
আবহাওয়াবিদরা জানান, মডেলে প্রথম দেখা যাচ্ছিল বাংলাদেশের দিকে চলে আসবে। কিন্তু বৃহস্পতিবারে দেখা যায়, এটি মিয়ানমারের দিকে চলে যেতে পারে। ২১ মে নাগাদ ছাউংথা উপকূলের কাছাকাছি অবস্থানের আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের ভাষ্য, এ ধরনের পরিস্থিতি সম্পর্কে আগেই পূর্বাভাস দেয়া কঠিন। কেননা, পাল্টা পরিস্থিতিতে অনেক সময়ে লঘুচাপ বা নিম্নচাপ সাগরেই বিলীন হয়ে যায়। আপাতত তারা আরও অপেক্ষার পরামর্শ দিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/