রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আলম অভি (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের বন্ধু পাপ্পু জানান, অভি একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে শনিরআখড়া পেট্রল পাম্পের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে অভি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আবুল কালাম আজাদের সন্তান। কর্মসূত্রে তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়া পলাশপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/