পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে তোজাম হোসেন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোজাম হোসেন শেখ চরগড়গড়ি গ্রামের আলহাজ্ব মোড় এলাকার মছো হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিলন হোসেন বজ্রপাতে তোজাম হোসেন শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চরগড়গড়ি গ্রামের আব্দুল মান্নান জানান, তোজাম হোসেন শেখ শুক্রবার বিকালে তার সবজির জমিতে সার দিতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/