সুন্দরবনের নোটাবেকি এলাকা থেকে দলবদ্ধ বাঘ কাওছার গাইন (২৭) নামের এক জেলেকে ধরে নিয়ে গেছে।
রোববার সকালে স্থানীয় জেলে মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বাঘ ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে শনিবার। কাওছার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।
মো. শরিফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বৈধ পাশ নিয়ে সুন্দরবনের মাছ ধরতে চান কাওছার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয়। এ সময় বাঘ তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/