নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্য হয়েছে।
সোমবার (২৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার চকবাদেকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই এলাকার মজনুর ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, শিশু রবিউল বিকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোজাখুঁজি করতে থাকে।
এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়। স্থানীয় ও পরিবারের সদস্যরা পুকুরে খোজাখুঁজির এক পর্যায়ে ওই শিশুকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/