আফগানিস্তানে বিভিন্ন স্থানে সিরিজ বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বালাখ প্রদেশে আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে
বিস্ফোরণের ঘটনায় একজন প্রাদেশিক কমান্ডারের মুখপাত্র জানিয়েছেন, বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে যাত্রীবাহী যানবাহনে তিনটি বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন।
এদিকে কাবুল শহরের জরুরি চিকিৎসা বিভাগ থেকে জানানো হয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৫ জনের মরদেহ গ্রহণ করা হয়েছে। এছাড়া এক ডজনের বেশি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মসজিদে বোমা বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। ওই মসজিদে দুষ্কৃতিকারীরা বোমা রেখে গিয়েছিলো।
এদিকে বালাখ প্রদেশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন বুধবার পৃথক পৃথক স্থানে তিনটি বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বালাখে শিয়া মুসলিমদের লক্ষ্য করে বিস্ফোরণগুলো ঘটানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/