রাজধানীর খিলগাঁও আদর্শ গলি এলাকার একটি বাসায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলামিন আকন্দ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী ঝুমুর আক্তার জানান, আমার স্বামী আলামিন একজন রিকশাচালক। বাইরে থেকে বাসায় এসে টেবিল ফ্যানের সুইচ দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলার বাদুরায়। বর্তমানে খিলগাঁও আদর্শ গলি এলাকার ৩৪০/২ নম্বর টিনশেড বাসায় একমাত্র ছেলেকে নিয়ে থাকি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/