ইরানের পতাকাবাহী তেলবাহী একটি কার্গো জাহাজ গ্রিস আটক করার পর দেশটির চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইরান।
গ্রিসের ওই কূটনীতিককে তলব করে ইরান বলেছে, জরুরি প্রয়োজনে যেকোনো দেশের জাহাজ যে কোনো বন্দরে নোঙ্গর করার আন্তর্জাতিক আইন রয়েছে।
মার্কিন চাপের কাছে গ্রিস সরকারের অগ্রহণযোগ্য আত্মসমর্পণের নিন্দাও জানায় ইরান। গ্রিসের কূটনীতিককে বলেন, ইরানের পতাকাবাহী জাহাজকে গ্রিস যেভাবে আটক করেছে তা আন্তর্জাতিক জলদস্যুতার নমুনা মাত্র। এই বেআইনি ও অবৈধ কাজের জন্য ইরান গ্রিস সরকার এবং যারা জাহাজ আটক করেছে তাদের দায়ী করেছে।
ইরান বলছে, ইরান আইনগত অধিকার রাখে এবং আশা করছে যে গ্রিস সরকার আন্তর্জাতিক জাহাজ চলাচল আইন অনুসরণ করে এ বিষয়ে ব্যবস্থা নেবে।
ইরানের বক্তব্যের জবাবে গ্রিসের কূটনীতিক বলেন, তিনি ইরান সরকারের বার্তা যত তাড়াতাড়ি সম্ভব এথেন্সের কাছে পৌঁছে দেবেন।
সূত্র : পার্সটুডে
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/