জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর পুত্র সন্তানের মা হয়েছেন। সামাজিকমাধ্যম ফেসবুকে শুক্রবার (২৭ মে) সকালে এ তখ্য জানিয়েছেন তিনি।
মা-ছেলের হাতের ছবি শেয়ার করে মারিয়ার ফেসবুক পোস্টে জানান, তার পুত্রের নাম রেখেছেন সায়হান যারিব।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করে মারিয়া বলেন, ১২ মে যারিব আমার কোলে আসে। আমাদের পছন্দসই দিনেই ও পৃথিবীতে এসেছে। আমরা খুবই আনন্দিত ওকে পেয়ে। সবার কাছে দোয়া চাইছি।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ফেসবুকে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মারিয়া নূর। তারও আগে ২০২১ সালের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
প্রসঙ্গত, সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/