কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ দুই বছরেও বেশি সময় বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলছে জাপানের দ্বার। তবে বিশ্বের সব দেশের জন্য নয়, কেবল ৯৮টি দেশের নাগরিকেরাই জাপানে ভ্রমণ করতে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দেশটির এই উদ্যোগ কোভিড-১৯ মহামারি বিধিনিষেধ শিথিলকরণের পথ ধরে এল। তবে, পর্যটকদের এখনো বেশ কিছু কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলতে হবে।
এরই মধ্যে দেশটি, বিদেশি ব্যবসায়ী, জাপানে বসবাসকারী বিদেশি নাগরিক, সরকারি কর্মকর্তাদের জাপান ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা তুলি নিয়েছে। তবে পর্যটকদের প্রবেশাধিকার দেয়নি দেশটি। তবে, নতুন সিদ্ধান্ত অনুসারে আগামী ১০ জুনের পর থেকে দেশটি প্রতিদিন ২০ হাজার বিদেশি নাগরিককে জাপানে প্রবেশের অনুমতি দেবে। এর আগে, জাপান সরকার মে মাস থেকেই জাপানে অধ্যয়ন করা বিদেশি শিক্ষার্থীদের প্রবেশাধিকার দেয়।
জাপান সরকার জানিয়েছে, ১০ জুন থেকে বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চল থেকে পর্যটকেরা জাপানে যেতে পারবেন। এ লক্ষ্যে জাপান বিশ্বের দেশগুলোকে করোনাভাইরাসের সংক্রমণের হারের ভিত্তিতে লাল, হলুদ এবং নীল এই তিন ভাগে ভাগ করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/