ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, সেভেরোডোনেটস্কের নিয়ন্ত্রণ নিতে চাওয়া রাশিয়ান বাহিনীর সঙ্গে শহরের রাস্তায় তুমুল লড়াই চলছে।
সেরহি হাইদাই শনিবার বিকেলে এক টেলিগ্রাম পোস্টে বলেন, রাস্তায় তুমুল লড়াই চলছে। তবে রাশিয়ান বাহিনী সেভেরোদোনেটস্ক এবং আশেপাশের অঞ্চলে "উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে"।
সেইসঙ্গে, রুশ সৈন্যরা পেছন থেকে শহরটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
আঞ্চলিক এই গভর্নর বলেন, "শত্রুরা সেভেরোদোনেটস্কে বেশ কয়েকবার আক্রমণ চালায়, অন্তত তিনবার- খুব প্রচণ্ডভাবে। এবং কিছু জায়গায় স্ট্রিট ফাইট শুরু হয়। এমনকি রুশ গোলার আঘাতে শহরের ১৪টি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।"
সেরহি হাইদাই দাবি করে বলেন, পার্শ্ববর্তী সিনটস্কি গ্রামেও গোলাবর্ষণ করা হয়েছে। যদিও এতে হতাতাতের কোনও তথ্য তিনি উল্লেখ করেননি।
বিবিসি কর্তৃপক্ষ অবশ্য স্বাধীনভাবে তার এই দাবিগুলো যাচাই করতে পারেনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/