স্কোরশিটে লেখা ইতিহাস বলবে, রাতটা ভিনিসিয়ুস জুনিয়রের। বলারই কথা, সেখানে শুধু গোলের সংখ্যা আর গোলদাতার নামই তো লেখা থাকে।
তবে ১৪তম চ্যাম্পিয়নস লিগের পথে স্বপ্নযাত্রার শেষ ধাপে যখন বারবার স্তাদ দো ফ্রান্সের ফাইনালে চোখ ফিরবে কোনো রিয়াল মাদ্রিদ সমর্থকের, কল্পনায় বারবার ভেসে উঠবে এক জোড়া গ্লাভস।
না, শুধু গ্লাভস কেন, হাত-পা-বুক-মাথা...শরীরের কোন অংশ দিয়ে গোল ঠেকাননি থিবো কোর্তোয়া!
ভিনিসিয়ুস গোলটা করেছেন, তার আগে-পরে অবিশ্বাস্যভাবে একের পর এক গোল বাঁচিয়েছেন কোর্তোয়া। তাতেই রিয়ালের এবারের চ্যাম্পিয়নস লিগের অবিশ্বাস্য পথচলার শেষ শিরোপায়। প্যারিসে আজ লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছে রিয়াল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/