নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মশারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়া এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে (১৬১৬৩) ফোন করা হলে ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়া এলাকায় একটি মশারি তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে কাজ করে।
আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/