হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে রাশিয়া বলেছে, এই বছর শেষ হওয়ার আগেই এটির নতুন একটি ফ্রিগেট উত্তরপূর্বাঞ্চলীয় বহরে যুক্ত হবে। বুধবার দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
উত্তরপূর্বাঞ্চলীয় বহরের কমান্ডার আলেক্সান্ডার মোসিয়েভ বলেন, প্রথমবারের মতো অ্যাডমিরাল গোলোভকো ফ্রিগেটে পূর্ণ সময় ধরে জিরকন ক্ষেপণাস্ত্র থাকবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিরকন ক্ষেপণাস্ত্রকে নতুন প্রজন্মের অস্ত্রের অংশ বলে বর্ণনা করেছেন।
অপ্রতিদ্বন্দ্বি এই অস্ত্র শব্দের চেয়ে নয়গুণ দ্রুতগতিতে ছুটতে পারে।
ইউক্রেনে তিন মাসের আগ্রাসনে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া। এরপরও তারা দেশটির নতুনতম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রেখেছে।
গত সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা বারেন্টস সাগরে একটি জাহাজ থেকে সফলভাবে জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। প্রায় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/