বিসিএস পুলিশ ক্যাডারের ৭৩ জন কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪ ) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি ঘোষণা করা হয়।
তিনটি প্রজ্ঞাপনের একটিতে ৩০ জন, আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জন ও সর্বশেষ প্রজ্ঞাপনে ৬ জনসহ মোট ৭৩ জন বিসিএস (পুলিশ) ক্যাডার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা আদেশে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্তরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদন্নোতি পাওয়া পদে যোগদানপত্র পাঠাবেন। যোগদানপত্র সরাসরি অথবা ইমেইলে (police1@mhapsd.gov.bd) পাঠানো যাবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/